দুই মাঠের মাঝে ব্যবধান মাত্র কয়েক গজের। অথচ বৃষ্টির কারণে এক মাঠে খেলা নিষ্পত্তি হলেও অন্যটিতে হয়েছে পয়েন্ট ভাগাভাগি। এবারও ভুক্তভোগী দলের নাম মোহামেডান। তবে বৃষ্টি বিতর্কের প্রভাব পড়েনি পারটেক্স-গাজী গ্রুপ ম্যাচে। কার্টেল ওভারের ম্যাচে ৯ উইকেটের জয় পেয়েছে গাজী গ্রুপ। বিকেএসপিতে দিনের অন্য দুই ম্যাচে জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর ও প্রাইম ব্যাংক।
ঢাকা প্রিমিয়ার লিগে আবারো বৃষ্টি বিতর্কে পড়েছে মোহামেডানের ম্যাচ। বৃষ্টির কারণে তিন নম্বর মাঠে যেখানে কার্টেল ওভারে নিষ্পত্তি হয়েছে পারটেক্স-গাজী গ্রুপের মধ্যকার ম্যাচ, সেখানে হাত ছোঁয়া দূরত্বের ৪ নম্বর মাঠে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে মোহামেডান ও ব্রাদার্সকে। অথচ প্রথমে ব্যাট করে ১৪৩ রানের লড়াকু সংগ্রহ পেয়েছিলো মোহামেডান।
নিষ্পত্তি হওয়া অপর ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ১০৯ রানে থামে পারটেক্স। এরপর কার্টেল ওভারে নেমে আসা ম্যাচে গাজী গ্রুপের লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ৪৭ রান। জবাবে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় গাজী গ্রুপ ক্রিকেটার্স।
এদিকে দিনের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর। দলটির দেয়া ১১৯ রানের টার্গেট তাড়া করতে গিয়ে মাত্র ১০৯ রানে থেমেছে লেজেন্ডস অব রুপগঞ্জের ইনিংস। ১৪ রানের জয়ে টেবিলের দুই নম্বরে এখন প্রাইম দোলেশ্বর।
এক ম্যাচ পর জয়ের ধারায় ফিরেছে প্রাইম ব্যাংক। বিকেএসপির ৩ নম্বর গ্রাউন্ডে দিনের প্রথম ম্যাচে ওল্ড ডিওএইচএসকে হারিয়েছে ২২ রানে।
প্রথমে ব্যাট করতে নেমে ইনফর্ম রনি তালুকদারের ৫৪ রানের ইনিংসে ১৪৭ রানের পুঁজি পায় প্রাইম ব্যাংক। জবাবে মাত্র ১২৫ রানে গুটিয়ে যায় ওল্ডডিওএইচএস।
Leave a reply