বিশ্ব শরণার্থী দিবসে রোহিঙ্গাদের কাছে গিয়েছিলেন তাহসান

|

বিশ্ব শরণার্থী দিবসে রোহিঙ্গাদের কাছে ছুটে গেলেন তাহসান

বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে গিয়েছিলেন সংগীত-অভিনয়শিল্পী তাহসান খান। পাশাপাশি তিনি কক্সবাজার সদর হাসপাতালে ইউএনএইচসিআরের সহায়তায় আইসিইউ রোগীদের জন্য নির্মিত একটি ল্যাবরেটরি উদ্বোধন করেন।

তাহসান ইউএনএইচসিআরের বাংলাদেশে শুভেচ্ছাদূত। আর এ কারণেই তার এই ভ্রমণ বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে রোহিঙ্গাদের স্বাস্থ্য অবস্থা ছাড়াও তাহসান কথা বলেন, তাদের সংস্কৃতি ও সাংস্কৃতিক কার্যক্রম নিয়ে। তিনি জানান, সেখানে চলচ্চিত্র ও সংগীত নিয়ে কাজ করছে একঝাঁক তরুণ। রোহিঙ্গাদের জন্য তৈরি হয়েছে ‘ওমর’স ফিল্ম স্কুল’। সেখানে তারা গান, মিউজিক, ফটোগ্রাফি, ফিল্মের মাধ্যমে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরছে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply