তীব্র যানজটের কবলে পড়েছে রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক। আজ মঙ্গলবার (১৫ জুন) সকাল থেকেই তীব্র যানজটে সড়কে ধীরগতি নেমে আসে। সকাল থেকে বৃষ্টি এবং উন্নয়ন কাজের ধীরগতির জন্য এই তীব্র যানজট হতে পারে বলে জানিয়েছে যানজটে নাকাল নগরবাসী।
বনানী থেকে বিমানবন্দর হয়ে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে সকাল থেকেই তীব্র যানজট শুরু হয়। ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে ভোগান্তিতে পড়তে হয় অফিসগামী মানুষদের। রাজধানীর বনানী থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত যেতে প্রায় তিন ঘণ্টার অধিক সময় লাগছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ সময় দীর্ঘক্ষণ অপেক্ষায় থেকে অনেককেই হেঁটে গন্তব্যে রওনা হতে দেখা গেছে। তবে হাঁটা পথেও বৃষ্টির জন্য সৃষ্ট জলকাদায় পথচারীদের ভোগান্তি বাড়ে কয়েকগুণ।
তীব্র যানজট রয়েছে প্রগতি সরণি এলাকাতেও। ভয়াবহ যানজটে অনেকেই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি।
Leave a reply