নেতানিয়াহু ভুলেই গিয়েছিলেন তিনি আর প্রধানমন্ত্রী নন

|

ইসরায়েলের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভুলেই গিয়েছিলেন তিনি আর সেই পদে নেই। এক যুগের অভ্যাস কি আর সহজে যায়! নেতানিয়াহুর বেলাতেও হলো তাই। ভোটে হারার পরও সংসদের অধিবেশনে নেতানিয়াহু বসে ছিলেন ১২ বছর ধরে বসে আসা প্রধানমন্ত্রীর চেয়ারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, টানা ১২ বছর ইসরায়েলের মসনদে বসা এই রাজনীতিক বসেছিলেন আস্থা ভোটে পরাজয় নিশ্চিত হওয়ার পরও বসে ছিলেন প্রধানমন্ত্রীর জন্য সংরক্ষিত চেয়ারে। ভোটে হেরে তিনি নবগঠিত জোট সরকারের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সাথ্রে হাত মিলিয়ে এসেও বসেন তার পুরনো চেয়ারে।

কিছুক্ষণ পরই সেখানে হাজির হন নতুন অনুমোদন পাওয়া প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তখন বাদবাকি আইনপ্রণেতারা নেতানিয়াহুকে বিরোধী দলের জন্য নির্ধারিত স্থানে গিয়ে বসার কথা স্মরণ করিয়ে দেন।

কিছুটা বিষন্ন মনেই তখন মসনদ ছাড়েন ইসরায়েলের সাবেক এই শাসক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply