নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে গত এক বছরের মধ্যে সবচেয়ে বেশি করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ১৯১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ৫৬৯ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া গেছে । ২৪ ঘণ্টার ব্যবধানে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৩ দশমিক ৫৭ শতাংশ। এটি গত এক বছরের মধ্যে সর্বোচ্চ শনাক্তের হার।
সোমবার (১৪ জুন) রাত ১১টা ২০ মিনিটের দিকে জেলা সিভিল সার্জনের কার্যালয় এ তথ্য প্রকাশ করে।
এ নিয়ে নোয়াখালীতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৩৬ জন। মোট আক্রান্তের হার ১০ দশমিক ৬০ শতাংশ। তবে গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় কারও মৃত্যু হয়নি। জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১২৭ জনের।
জেলা সিভিল সার্জন ডা.মাসুম ইফতেখারের ফোনে যোগাযোগ করলে তিনি জানান, এটি গত এক বছরের মধ্যে জেলায় একদিনে সর্বোচ্চ শনাক্ত। নতুন আক্রান্তদের মধ্যে ১২৫ জন সদর উপজেলার, সুবর্ণচরের ১ জন, বেগমগঞ্জের ২০ জন, সোনাইমুড়ীর ৩ জন, চাটখিলের ৬ জন, সেনবাগের ২ জন, কোম্পানীগঞ্জের ২৭ জন ও কবিরহাটের ৭ জন রয়েছেন।
উল্লেখ্য, করোনা সংক্রমণ প্রতিরোধে নোয়াখালীর পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে চলমান লকডাউনের সময়সীমা ১৮ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
Leave a reply