আফগানিস্তানে চার টিকাদানকারী নিহত

|

আফগানিস্তানে সশস্ত্র গোষ্ঠীর হামলায় প্রাণ গেলো আরও ৪ জন পোলিও টিকা দানকারীর। মঙ্গলবার (১৫ জুন) পৃথক আরেকটি হামলায় আহত হয়েছে আরও ৩ জন্য।

নানগড়হার প্রদেশের জালালাবাদ শহরে সশস্ত্র হামলায় প্রাণ হারান ৪ টিকাদানকারী। এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠীই এই হামলার দায় স্বীকার করেনি। সম্প্রতি, দেশটিতে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর ওপর জঙ্গি হামলার হার বেড়েছে । গত মাসেও একই শহরে পোলিও টিকার প্রদানকারী ৩ নারী স্বেচ্ছাসেবীকে গুলি করে হত্যা করেছিল আইএস।

ইউনিসেফের সহায়তায় প্রায় ১ কোটি শিশুকে পোলিও টিকা প্রদানের আওতায় আনার কার্যক্রম চালাচ্ছে আফগানিস্তান। গত বছর দেশটিতে ৫৪ শিশুর পোলিও ধরা পড়ার পর রোগটির ব্যাপারে গণসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে আফগান সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply