তিন সঙ্গীসহ নিখোঁজ ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে বুধবার সকালে ২১তম ব্যাচ (পুরুষ) নবীন ব্যাটালিয়ন আনসারদের ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রিসোর্ট হোক আর বার হোক, যেখানে আইন ভঙ্গ হবে, সেখানেই আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে এবং নেবে।
উল্লেখ্য, রাজধানীর গাবতলী এলাকা থেকেই নিখোঁজ হয়েছেন ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। তার মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন দেখে এই তথ্য নিশ্চিত হয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুন) রাত আড়াইটায় দুই সহকর্মী ও গাড়িচালক সহ নিখোঁজ হন আদনান। সপ্তাহ খানেক পেরিয়ে গেলেও কোন খোঁজ না মেলায় চরম দুঃশ্চিন্তায় নিখোঁজ চারজনের পরিবার।
আফছালুল আদনান ওরফে আবু ত্ব-হা মো. আদনান। গত ৮ জুন রাতে রংপুর পায়রা চত্বর এলাকা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। সাথে ছিলেন সহকর্মী আব্দুল মুহিত আনসারী, ফিরোজ আলম ও গাড়ী চালক আমির উদ্দিন। সর্বশেষ রাত আড়াইটার দিকে ফোনে স্ত্রী সাবিকুন্নাহারের সাথে আদনানের কথা হয়। এসময় গাবতলী এলাকার লোকেশন স্ত্রীর ফোনে পাঠান আদনান। তারপর আর বাসায় ফেরেননি তিনি। নিখোঁজ বাকিরাও। স্বজনরা জানান, ঘটনার দিন বিকেলেই আদনানের সন্দেহ হয় কেউ তাকে অনুসরণ করছে।
তাৎক্ষণিক ভাবে রাজধানীর দারুসসালাম থানায় যোগাযোগ করলে পুলিশ জানায়, আদনানের সর্বশেষ লোকেশন দেখা গেছে রংপুরে। তাই সেখানকার পুলিশের কাছে অভিযোগ করতে বলা হয়। গত শুক্রবার (১১ জুন) রংপুর কোতওয়ালী থানায় জিডি করেন আদনানের মা। নিখোঁজ অন্য ৩ জনের পরিবারও রয়েছেন চরম উৎকণ্ঠায়। ড্রাইভার আমির ও সহকর্মী মুহিতের বাড়ি রংপুর শহরে। আর ফিরোজের বাড়ি বগুড়ায়।
পুলিশ বলছে, আদনানের ফোনের সর্বশেষ উপস্থিতি ছিল গাবতলী ও মিরপুর ১১ এর মাঝামাঝি এলাকায়। তাকে খুঁজে পেতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
এনএনআর/
Leave a reply