নতুন প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হলেন নিষেধাজ্ঞায় থাকা সাকিব

|

বিতর্কের সাথেই হাতে হাত ধরে চলছে সাকিব আল হাসানের সাম্প্রতিক সময়। ডিপিএল বিতর্কের মাঝেই আবার এক প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হলেন তিনি। বিশ্বের সেরা অলরাউন্ডার এবার একটি প্রতিষ্ঠানের পণ্য দূত হলেন।

ঢাকা প্রিমিয়ার লিগে বিতর্কিত ঘটনার পর পাঁচ লাখ টাকা জরিমানা সহ ৩ ম্যাচের নিষেধাজ্ঞায় আছেন সাকিব। তবে খুব খারাপ আছেন বলা যাবেনা হয়তো। গত মঙ্গলবার (১৫ জুন) ‘এ-ই রিলায়েবল কনসালট্যান্সি’ নামক একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়। নিজের ফেসবুক পেইজে এই খবরটি জানিয়েছেন তিনি আজ। সেখানে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তার সাথে সাকিবের চুক্তি সাক্ষরের ছবিটি পোস্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এখন থেকে বিভিন্ন শিক্ষা মেলায় সেই প্রতিষ্ঠানের পক্ষে পরামর্শক হিসেবে দেখা যাবে সাকিবকে। তিনি সেখানে উচ্চতর শিক্ষার প্রচার করবেন।

এদিকে সাকিব যখন শিক্ষাসংশ্লিষ্ট এই প্রতিষ্ঠানটির সাথে চুক্তিবদ্ধ হলেন, সেদিনই তার বড় কন্যা আলাইনা হাসান অব্রি কিন্ডারগার্টেনের চৌকাঠ পার করলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply