ইউরো ২০২০ এ নিজেদের ম্যাচে তুরস্ককে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয় পেয়েছে ওয়েলস। ‘এ’ গ্রুপের আরেকটি ম্যাচে টানা দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেয়েছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ইতালি, সুইজারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে তারা।
বাকুতে তুরস্ক-ওয়েলসের ম্যাচ শুরু থেকেই ছিলো আক্রমণাত্মক। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ করছিলো উভয় দল। ম্যাচে একাধিক সুযোগ নষ্ট করার পর ৪২ মিনিটে গ্যারেথ বেলের ক্রস থেকে ওয়েলসকে প্রথমবারের মত এগিয়ে দেন অ্যারন রামজি।
প্রথমার্ধে গোল শোধ করতে না পারলেও দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ওঠে তুরস্ক। এরমধ্যে ৬১ মিনিটে নিজের আদায় করা পেনাল্টি থেকে গোল করার সুযোগ নষ্ট করেন ওয়েলস অধিনায়ক গ্যারেথ বেল। তবে ম্যাচে ইনজুরি টাইমে রবার্টসের গোলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়েলস। ১৯৮১ সালের পর এই প্রথম তুরস্কের বিপক্ষে জয় পেলো ওয়েলস।
অপর দিকে, এ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে ৩-০ গোলের বড় ব্যবধানে সুইজারল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের দাপুটে উপস্থিতি জানান দিয়েছে এবারের আসরের অন্যতম ফেভারিট ইতালি।
Leave a reply