পরীমণির বিরুদ্ধে অভিযোগগুলো যাচাই-বাছাই করা হবে: ডিবি

|

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে অভিযোগগুলো যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

আজ বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ঢাকা জেলাতে একটি মামলা হয়েছে। মামলাগুলো যেহেতু চলমান, পরীমণিকে অবশ্যই প্রয়োজনে সকল বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ করে তদন্ত শেষে বিষয়গুলো নিয়ে কথা বলা যাবে।

এ কে এম হাফিজ আক্তার আরও বলেন, গত ৮ জুন গভীর রাতে পরীমণি ওই ক্লাবে গিয়েছেন বলে আমরা জেনেছি। ৯৯৯-এর একটি ফোনকলে সেখানকার ঘটনাটি জানতে পারে পুলিশ। তবে এটা নিয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আমরা কাজ করব এটা নিয়ে।

উল্লেখ্য, গতকাল (১৬ জুন) চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ এসেছে। গত ৮ জুন পরীমণি ও তার সাথে আরও কয়েকজন ওই ক্লাবে গিয়ে গ্লাস ভাঙচুর করেছেন বলে এই অভিযোগ তোলা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply