‌’এখন থেকে পুলিশ জনগণের দ্বারে দ্বারে গিয়ে সেবা দেবে’

|

কিশোরগঞ্জ প্রতিনিধি:

মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে সারাদেশে বিট পুলিশিং কার্যক্রম চালু হয়েছে। এখন থেকে জনগণের দ্বারে দ্বারে গিয়ে পুলিশি সেবা পৌঁছে দেয়া হবে। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের সদর মডেল থানাধীন পৌরসভার ৪, ৭ ও ৯ নং ওয়ার্ড নিয়ে গঠিত ১৪ নং বিট পুলিশিং এর স্টিকার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে শহরের শোলাকিয়ায় পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ এসব কথা বলেন।

তিনি বলেন, স্টিকারে দেয়া নাম্বারে কল দিলেই মিলবে পুলিশি সেবা। তাই প্রতিটি ঘরের দরজায় এ স্টিকার লাগানো হচ্ছে।

অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তা বলেন, ওয়ার্ড এবং শহরের মহল্লাগুলোকে বিটে বিভক্ত করে একজন উপ-পুলিশ পরিদর্শককে (এসআই) এর দায়িত্ব দেওয়া হবে। দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারাই এলাকার আইন-শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে খোঁজ রাখবেন ও প্রাথমিকভাবে ব্যবস্থা নেবেন। আমরা বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশি সেবা নিয়ে জনগণের আরও কাছে যেতে চাই। মানুষের হৃদয় জয় করতে চাই।

অনুষ্ঠানে কিশোরগঞ্জের পৌর মেয়র মাহমুদ পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম, সদর মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply