ভারতে করোনার দাপট আরও কিছুটা কমেছে। ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮২ জনের মৃত্যু হয়েছে দেশটিতে যা ১৪ এপ্রিলের পর সর্বনিম্ন।
এর মধ্যে মহারাষ্ট্রের সংশোধিত তালিকার ৪শ’ প্রাণহানিও সংযুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ জুন) দেশটিতে ৬২ হাজারের বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাস।
এই মুহূর্তে দেশটিতে কোভিড সংক্রমিতের সংখ্যা ৮ লাখের ওপর। এ পর্যন্ত মোট আক্রান্ত ২ কোটি ৯৭ লাখ ৬২ হাজার ছুঁইছুই।
ভারতে আরও বেড়েছে টিকা কর্মসূচির পরিধি। চলতি সপ্তাহে দৈনিক গড়ে ৩৩ লাখ মানুষকে দেয়া হয়েছে টিকার ডোজ যা আগের সপ্তাহে গড়ে ৩০ লাখ ছিল।
Leave a reply