মাকড়শার জালে ছেয়ে গেছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য

|

বন্যা ও ভারী বৃষ্টি শেষে মাকড়শার জালে ছেয়ে গেছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য। ঘাস, লতাপাতা থেকে শুরু করে উঁচু গাছ পর্যন্ত ঢাকা পড়েছে মাকড়শার জালে।

বন্যার পানি নামার পরেই বেড়ে যায় মাকড়শার প্রাদুর্ভাব। হাজার হাজার মাকড়শা পাতলা জাল বুনে ঢেকে ফেলে লংফোর্ড শহর।

এ দৃশ্য দেখে অভিভূত স্থানীয়রা। এত বিস্তৃত জাল দেখে বিস্মিতও তারা। স্থানীয়রা বলছেন, এমন আসাধারণ দৃশ্য আগে দেখেননি তারা।

তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি কোনো অস্বাভাবিক ঘটনা নয়। মূলত অন্যান্য জীব থেকে নিজেদের রক্ষা করতেই এত উঁচু জায়গায় জাল বুনেছে মাকড়শাগুলো। একে ‘বেলুনিং’ প্রক্রিয়া বলছেন বিশেষজ্ঞরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply