কানাডাজুড়ে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে সমাবেশ

|

ইসলামোফোবিয়ার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে সমাবেশের ডাক দেয়া হয়েছে কানাডাজুড়ে।

মুসলিম এসোসিয়েশন অব কানাডার উদ্যোগে এই সমাবেশের আহ্বান জানানো হয়। অন্টারিওসহ কানাডার প্রতিটি প্রদেশে শুক্রবার (১৮ জুন) অনুষ্ঠিত হবে এই সমাবেশ। ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সমাবেশে অংশ নেয়ার ঘোষণা দেয়া হয়।

সম্প্রতি অন্টারিওর লন্ডন শহরে ৪ মুসলিমকে গাড়িচাপা দিয়ে হত্যা করে এক শ্বেতাঙ্গ ব্যক্তি। পুলিশ জানায়, ইসলামোফোবিয়া থেকে ওই হামলা চালানো হয়। তারই পরিপ্রেক্ষিতে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে কানাডাজুড়ে এই সমাবেশের আয়োজন করা হচ্ছে। এর আগে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা দেন, কানাডায় ইসলামোফোবিয়ার কোনও স্থান নেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply