রাজনীতিতে নাম লেখালেন কমল হাসান

|

রাজনীতিতে নাম লেখালেন ভারতে অন্যতম সেরা চলচ্চিত্র ব্যক্তিত্ব কমল হাসান। ভারতের দক্ষিণের রাজ্য তামিল নাড়ুতে একটি পার্টিও গঠন করেছেন তিনি।

সমথর্কদের সামনে রাজ্যের মাদুরি শহরে কমল এ ঘোষণা দেন। এর আগে গত ডিসেম্বরে ‘শিবাজি দ্য বস’ খ্যাত সুপার হিরো রজনীকান্তও আগামী ২০২১ সালে রাজ্য সরকার নির্বাচনের আগে পার্টি গঠনের ঘোষণা দিয়েছিলেন।

হাসান জানান, আগামী অক্টোবরে তিনি রাজনীতির মাঠে পুরোপুরি প্রবেশ করতে চান। তার নব গঠিত পার্টির নাম মাক্কাল নেধি মায়াম; বাংলা বললে নামটি এমন দাঁড়ায়- নাগরিক ন্যায়বিচার কেন্দ্র।

তিনি বলেন, তিনি মুখ্য মন্ত্রী হতে চান। যাতে তিনি রাজ্যে বিরাজমান দুর্নীতি ও সাম্প্রদায়িকতা অবসান ঘটাতে পারেন।”

অভিনয় শিল্পী থেকে রাজনীতিক বনে যাওয়া তামিল নাড়ুতে নতুন কোনো ঘটনা নয়। এর আগে তিন তিন জন সিনেমা শিল্পী রাজ্যটির মুখ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

গত বছর মুখ্য মন্ত্রী জয়ললিতার মৃত্যুর পর থেকে তামিল নাড়ুতে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। জয়ললিতাও একজন অভিনয় শিল্পী ছিলেন।

কমল হাসান পদ্মশ্রী, পদ্ম ভূষণসহ নানাবিধ দেশি-বিদেশি পুরস্কারে ভূষিত হয়েছেন।

যমুনা অনলাইন: এফএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply