সিলেটে পথশিশু ও সুবিধাবঞ্চিতদের নিয়ে মৌসুমি ফল উৎসব

|

সিলেট প্রতিনিধি:

সিলেটের পথশিশু ও রেলস্টেশন এলাকার ছিন্নমূল মানুষদের নিয়ে মৌসুমি ফল উৎসব আয়োজন করেছে সামাজিক সংগঠন ‘মানব মন্দির’। বিকেল তিনটার দিকে সিলেট রেলস্টেশনের প্লাটফর্মে প্রায় ২ শতাধিক সুবিধাবঞ্চিতদের নিয়ে মৌসুমি উৎসব আয়োজন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে সুবিধাবঞ্চিতদের মধ্যে আনারস আর জাম বিতরণ করে সংগঠনটি।

সামাজিক সংগঠনটি ২০১০ সাল থেকে ছিন্নমূল মানুষের জন্য কাজ করে আসছে। সংগঠনটির উদ্যোগে সিলেট রেলস্টেশনে পথশিশুদের অক্ষর জ্ঞান দেওয়ার জন্য একটি স্কুলও পরিচালনা করে আসছে দীর্ঘদিন থেকে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, তিনি নিজেও এক সময় রেলস্টেশনে ছিন্নমূল হিসেবে দিন কাটিয়েছেন। সুবিধাবঞ্চিত এসব মানুষের মধ্যে একদিন হলেও আনন্দ দেওয়ার জন্য এমন আয়োজন বলে জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply