মোনালিসার রেপ্লিকার মূল্য ৩ মিলিয়ন ইউরো

|

প্রায় তিন মিলিয়ন ইউরো বা ৩০ কোটি টাকায় বিক্রি হল ফ্রান্সে নিলামে ওঠা মোনালিসার রেপ্লিকা। শুক্রবার (১৯ জুন) একজন ইউরোপীয় এই চিত্রকর্মটি কিনে নেন।

তবে ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি বৃটিশ নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি’স অকসন হাউস। সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, অনলাইনে আয়োজিত হয় এই নিলাম। পাঁচ লাখ ইউরো থেকে শুরু হয় দর। তবে শেষ মুহুর্তে নাটকী মোড় নেয়, দাম ওঠে ২৪ লাখ ইউরো। আর কমিশনসহ এর দাম পরে ২৯ লাখ ইউরো। গত সপ্তাহে নিলামে তোলা হয় ১৭ শতকে নাম না জানা কোনো এক ইতালিয়ান শিল্পীর আঁকা মোনালিসার এই প্রতিলিপি।

১৯৫৩ সালে একটি এন্টিক শপ থেকে ছবিটি সংগ্রহ করেন ফ্রান্সের রেমন্ড হেকিং। এরপর দীর্ঘদিন ধরে তিনি প্রচার করেন, তার কাছে থাকা চিত্রকর্মটিই হচ্ছে রেনেসাঁ পেইন্টার লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা প্রকৃত মোনালিসা আর ল্যুভর মিউজিয়ামে থাকা ছবিটি নকল। সে সময় তার এই প্রচারণা বেশ আলোচনারও জন্ম দেয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply