দ্বিতীয় দিনে গিয়ে শুরু হলো দ্য আল্টিমেট টেস্ট। ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যকার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালটি অনুষ্ঠিত হচ্ছে সাউদাম্পটনের দ্য এজিয়াস বৌলে।
টসে জিতে বোলিং কন্ডিশনে বল করাকেই বেছে নিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। টস জিতে বল করার ক্ষেত্রে উইলিয়ামসনের রেকর্ডও তার পক্ষেই কথা বলছে। এই টেস্ট নিয়ে ২০ টেস্টে টস জেতা উইলিয়ামসন প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছেন ১৫ বার; যার ১০ বারই জয়ীর খাতার নাম ছিল কিউদের। বিপরীতে মাত্র ২ পরাজয় ও ২ ড্র’র রেকর্ড বলছে, সাউদাম্পটনের বৃষ্টি ভেজা আবহাওয়ায় সিম ও সুইং বান্ধব কন্ডিশনে ম্যাচের আগেই মুখে হাসি ফুটে ওঠার কথা সাউদি-বোল্টদের।
ভারতের হয়ে ইনিংসের সূচনা করেছেন রোহিত শর্মা ও শুবমান গিল। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ বিনা উইকেটে ২০ রান। ভারত তাদের একাদশে তিন পেসারের সাথে দুই স্পিনার নিয়েই খেলছে। ভিরাট কোহলি বলেছেন, দলের স্পিনাররা একটা স্যাঁতস্যাঁতে উইকেটকেও কাজে লাগানোর মতোই দক্ষ। তাই একাদশ পরিবরতনের কোন প্রয়োজন নেই।
উল্লেখ্য, টস জিতলে ভারতও ফিল্ডিং বেছে নিতো বলে ক্রিকইনফোকে জানিয়েছেন কোহলি।
Leave a reply