জয়পুরহাট প্রতিনিধি:
দিন কিংবা রাতে যে কোনো সময় ০১৭৩৭৫৯৯৬৬৬ নাম্বারে একটি ফোন করলেই করোনা রোগীর কাছে পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার। শনিবার (১৯ জুন) এমন ঘোষণা দিয়েছেন জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। এদিন দুপুরে জয়পুরহাট পুলিশ লাইন্সের ড্রিলশেডে পুলিশ সদস্যের মাঝে করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ ও অক্সিজেন ব্যাংক উদ্বোধনকালে তিনি এই ঘোষণা দেন।
এ সময় পুলিশ সুপার বলেন, করোনা সংক্রমিত রোগীদের অনেক সময় শ্বাসকষ্ট দেখা দেয়। এ সংকট থেকে সাধারণ জনগণকে রক্ষা করতে সম্পূর্ণ বিনামূল্যে কোভিড-১৯ রোগীদের অক্সিজেন সিলিন্ডার দেওয়া হবে। প্রাথমিকভাবে ২০ টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এই ব্যাংকের কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে আরও সিলিন্ডারের ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সিনিয়র সহকারি পুলিশ সুপার (সার্কেল) ইসতিয়াক আলম এবং জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
Leave a reply