ঠাকুরগাঁওয়ে ২৫০ কেজি ওজনের বিষ্ণু মূর্তি উদ্ধার

|

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে ২৫০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে ডিবি পুলিশ। শনিবার (১৯ জুন) বিকালে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের দেওগাঁ হরিবস্তি গ্রাম থেকে বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও ডিবি পুলিশের ওসি মোসাব্বেরুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সালান্দর গ্রামের কালি কুমার বর্মণের (৫৫) বাড়িতে অভিযান চালিয়ে বিষ্ণু মূতির্টি উদ্ধার করা হয়েছে । প্রায় ২৫০ কেজি ওজনের মূর্তিটি দৈর্ঘ্যে ৪ ফুট ৬ ইঞ্চি এবং প্রস্থে ২ ফুট ১ ইঞ্চি উচ্চতা বিশিষ্ট।

তিনি আরও বলেন, মূর্তিটি আসলে কিসের তা এখন সঠিকভাবে বলা না গেলেও ধারণা করা হচ্ছে মূর্তিটি কষ্টি পাথরের হতে পারে। মূর্তিটির বিষয়ে আরো তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরবর্তীতে মূর্তিটি সরকারি সম্পত্তি হিসেবে স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply