ইয়েমেনে হুতিদের সাথে সংঘর্ষে ১৬ সেনাসহ ৪৭ জন নিহত

|

ইয়েমেনের মারিব শহরে সরকারি বাহিনী এবং হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাতে কমপক্ষে ৪৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। দেশটির সামরিক বাহিনী বলছে, নিহতদের ১৬ জনই সেনা সদস্য। সংবাদ সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

এএফপির সংবাদে বলা হয়েছে, বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ উত্তরাঞ্চলীয় শহর এবং চারপাশের জ্বালানি ক্ষেত্রগুলো দখলের উদ্দেশ্যে শুক্রবার (১৮ জুন) সেনা তল্লাশি চৌকিতে হামলা চালায় হুতি বিদ্রোহীরা।

এই হামলা মোকাবিলায়, পাল্টা অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনীও। এসময় হুতিদের গোপন ঘাঁটিগুলোয় অন্তত ১৭ দফা বিমান অভিযান চালানো হয়।

সরকারি বাহিনীর দাবি, এই হামলায় হুতি বিদ্রোহীদের শীর্ষস্থানীয় কয়েকজন কমান্ডার প্রাণ হারিয়েছে। এদিকে, সৌদি আরব জানিয়েছে, হুতি বিদ্রোহীদের ছোঁড়া ১১টি ড্রোনকে ভূপাতিত করেছে দেশটির বিমান বাহিনী।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। এতে দেশটির প্রায় সব কাঠামো বিপর্যস্ত হয়ে পড়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply