অলিম্পিকে উগান্ডার খেলোয়াড়ের করোনা শনাক্ত

|

টোকিও অলিম্পিকে অংশ নিতে জাপান পৌছানোর পর করোনা টেস্ট এ পজেটিভ হন উগান্ডা দলের এক সদস্য। অলম্পিকে অংশ নিতে যাওয়া খেলোয়াড়দের মধ্যে এটি প্রথম করোনা শনাক্তের ঘটনা।

উগান্ডা থেকে ৯ সদস্যের দল টোকিওর বিমানবন্দরে পৌছানোর পর করোনা আক্রান্ত হন একজন। বাকি ৮ জনকে পাঠিয়ে দাওয়া হয় অলিম্পিক আয়োজকের শহরে। অন্যদিকে, নাম প্রকাশ না করা করোনা আক্রান্ত সেই খেলোয়াড়কে থাকতে হবে আইসোলেশনে।

এদিকে এই খবর পাওয়ার পর অলিম্পিক স্থগিতের দাবি আরও জোড়দার হয়। তবে জাপানের অর্থনীতি মন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা জানায় সীমান্তে বা বিমানবন্দরে কি সমস্যা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে অলিম্পিকে অংশ নিতে জাপান পৌঁছে গেছে অস্ট্রেলিয়া নারী দল। তবে অজিদের কেউ করোনা আক্রান্ত ছিলেন না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply