ভাঙ্গুড়ায় ক্রেন উল্টে উত্তর ও দক্ষিণ বঙ্গের সাথে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন

|

পাবনা প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় কংক্রিট স্লিপার উত্তোলনকারী ক্রেন উল্টে ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণ বঙ্গের রেল চলাচল বন্ধ হয়ে গিয়েছে। ভাঙ্গুড়া বাজার রেল স্টেশনে রবিবার দুপুর দুইটার দিকে ক্রেনটি উল্টে যায়। এদিকে দুর্ঘটনা কবলিত ক্রেন উদ্ধারের জন্য সাড়ে তিনটার দিকে ঈশ্বরদী থেকে আরেকটি ক্রেন রওনা দিলে সেখানেই উল্টে যায়। এতে ঢাকার সাথে রেল যোগাযোগ স্বাভাবিক হতে রাত নয়টা বাজতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভাঙ্গুড়া বড়ালব্রিজ স্টেশনের স্টেশন মাস্টার আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

বড়াল ব্রিজ স্টেশন কর্তৃপক্ষ জানায়, উপজেলার ভাঙ্গুড়া বাজার রেল স্টেশনে বেশ কিছুদিন ধরে লাইনের সংস্কার কাজ চলছে। এতে লাইনের পুরাতন ও ক্ষতিগ্রস্ত কংক্রিট স্লিপার সরিয়ে নতুন স্লিপার বসানো হচ্ছে। একপর্যায়ে রবিবার দুপুরের পরে কংক্রিট স্লিপার উত্তোলনের সময় দুর্ঘটনাবশত মেরামত কাজে নিয়োজিত ক্রেনটি লাইনের উপর উল্টে যায়। এতে রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় তখন থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকাগামী উত্তর ও দক্ষিণ বঙ্গের চিত্রা, লালমনি ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেন কয়েক ঘণ্টা ধরে পার্শ্ববর্তী চাটমোহর রেল স্টেশনে আটকা পড়ে আছে।

বড়ালব্রীজ স্টেশনের মাস্টার আল মামুন বলেন, রেললাইনের সংস্কার কাজে নিয়োজিত একটি ক্রেন উল্টে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। সেটিকে উদ্ধারে রওনা দেয়া আরেকটি ক্রেন ঈশ্বরদীতেই উল্টে যায়। এতে রেল যোগাযোগ স্বাভাবিক হতে কতটা সময় লাগবে তা নিশ্চিত বলা যাচ্ছে না। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply