আর্মেনিয়ায় হচ্ছে আগাম পার্লামেন্টারি নির্বাচন। জনরোষের মুখে নিজের জনপ্রিয়তা যাচাইয়ে ভোট আয়োজন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশনিয়ান।
কারচুপির সম্ভাবনা উপেক্ষা করেই ভোটাধিকার নিশ্চিত করছেন ২৬ লাখের মতো মানুষ। দেশের দু’হাজার কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। এই নির্বাচনে ২১টি দল অংশ নিলেও প্রধানমন্ত্রী নিকোল পাশনিয়ান এবং সাবেক প্রেসিডেন্ট রবার্ট কোশারিয়ানের মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই। সবশেষ জরিপে তারাই এগিয়ে। সরকার গঠনে প্রয়োজন পার্লামেন্টের ৫৪ শতাংশ সমর্থন।
গেলো বছর বিতর্কিত ভূখণ্ড ‘নাগোরনো-কারাবাখ’ দখল ইস্যুতে চিরবৈরী প্রতিবেশী আজারবাইজানের কাছে কৌশলগত পরাজয় বরণ করে আর্মেনিয়া। পর্যবেক্ষক সংস্থাগুলোর দাবি, প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫ হাজার মানুষ। পরে রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় আসে অস্ত্রবিরতি।
ইউএইচ/
Leave a reply