‘বাংলাদেশ ব্যাংকের অর্থচুরিতে জড়িত ছিলো উত্তর কোরিয়ার হ্যাকাররা’

|

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের অর্থচুরিতে জড়িত ছিলো উত্তর কোরিয়ার হ্যাকাররা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে নতুন তথ্য।

রিপোর্টার জিওফ হোয়াইট ও জিন এইচ লি প্রকাশ করেছেন ১০ পর্বের নতুন প্রতিবেদন। এতে বলা হয়, চোরচক্রটি বিপুল অর্থ সরানোর জন্য ব্যবহার করেছিলো ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট, চ্যারিটি, ক্যাসিনো আর একদল দুর্বৃত্তকে। ম্যানিলা থেকে নানা হাত ঘুরে সেই অর্থ পৌঁছায় পিয়ংইয়ং। কিন্তু চুরির যে আলামত রয়ে যায় তার সবই ইঙ্গিত করে উত্তর কোরীয় সরকারের দিকে।

মার্কিন গোয়েন্দা সংস্থা- এফবিআই’র তদন্ত বলেছে, দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংক ছিলো হ্যাকারদের টার্গেট। ল্যাজারুস গ্রুপ নামের চক্রটির মূল হোতা হিসেবে চিহ্নিত হয়েছে কম্পিউটার প্রোগ্রামার পার্ক জিন ইয়োক। তবে প্রশিক্ষণ-নজরদারি এবং অর্থচুরির নকশা সাজাতে সহযোগিতা করেছে প্রতিবেশী দেশ চীন।

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি দুর্বল নিরাপত্তা ব্যবস্থার সুযোগে ব্যাংকের নেটওয়ার্কে ঢোকে হ্যাকাররা। ১ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা থাকলেও পাচার করতে পেরেছে ৮ কোটি ১০ লাখ ডলার।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply