অগ্রাধিকার ভিত্তিতে ঢাবি শিক্ষার্থীদের টিকা দেওয়ার আহ্বান সঞ্জিতের

|

দেশের শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাশ।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছাত্র সমাবেশে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, টিকা দেয়া শেষ হলে আবাসিক হল খুলে দেওয়া সহজ হবে। এছাড়া সব বিভাগে আটকে থাকা পরীক্ষা দ্রুত আয়োজনে শিক্ষক-শিক্ষার্থীদের টিকা গ্রহণ জরুরি বলে মনে করেন তিনি।

দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে আবাসিক ও পরিবহন ফি প্রত্যাহারের দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply