বিয়ে নিয়ে নানা বিতর্কের পর এবার নুসরাতের সংসদ সদস্য পদ বাতিলের আবেদন জানিয়েছেন বিজেপি সমর্থিত সংসদ সদস্য সংঘমিত্রা মৌর্য। এ বিষয়ে তিনি ভারতীয় লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি দিয়েছেন। তার দাবি নুসরাত শপথ নেওয়ার সময় সংসদকে মিথ্যা বলেছেন।
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম নিউজ ১৮ এর খবরে বলা হয়েছে, ওই চিঠিতে সংঘমিত্রা মৌর্য বিয়ে নিয়ে নুসরাত যা করেছেন তাকে অনৈতিক দাবি করে তার সংসদ সদস্য পদ বাতিলের ব্যাপারে এথিকস কমিটির দৃষ্টি আকর্ষণ করেছেন।
এই বিজেপি নেত্রী বলছেন, নুসরাতের সংসদ সদস্য পদ এখন নন-এস্ট। তিনি চিঠিতে লিখেছেন, গণমাধ্যমে নুসরাত নিজের বৈবাহিক সম্পর্ক বিষয়ে যা বলেছেন তা লোকসভায় শপথ নেওয়ার সময় তিনি যে তথ্য দিয়েছিলেন তার ঠিক উল্টো। এক্ষেত্রে তিনি চুক্তি ভঙ্গ করেছেন। কেননা শপথ নেওয়ার সময় নুসরাত স্পষ্টভাবেই উল্লেখ করেছেন তার স্বামীর নাম নিখিল জৈন।
সংঘমিত্রার দাবি, নুসরাত সম্প্রতি মিডিয়ায় যা বলেছেন, আর তার আগের কথা মেলালে দেখা যাবে সংসদে তিনি মিথ্যা কথা বলেছিলেন। তাই নন-এস্ট কাউকে সংসদে রাখা উচিত হবে না।
Leave a reply