ঢাকা বাইপাস চার লেন প্রকল্পের খরচ এক লাফে বাড়লো ৪৩৮ কোটি টাকা। ২৩৬ কোটি টাকার মূল প্রকল্পের ব্যয় বেড়ে এখন দাঁড়িয়েছে ৬৭৪ কোটি টাকায়। একই সঙ্গে এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাবও অনুমোদন দিয়েছে একনেক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৪ হাজার ১৬৬ কোটি টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভার শুরুতে প্রধানমন্ত্রী ‘দুর্যোগের ঝুঁকি হ্রাসে বঙ্গবন্ধু’ নামের বইয়ের মোড়ক উন্মোচন করেন। বলেন, যত দুর্যোগই আসুক বাংলাদেশ তা মোকাবিলায় সক্ষম।
পরিকল্পনা কমিশন জানায়, ঢাকা বাইপাস ফোর লেন প্রকল্পে কিছু নতুন অংশ অন্তর্ভুক্ত হচ্ছে। ২০১৬ সালের ১ মার্চ এই প্রকল্পের অনুমোদন দিয়েছিলো একনেক।
ইউএইচ/
Leave a reply