মাঝারি বৃষ্টিতেই তলিয়ে গিয়েছে রাজধানীর গ্রিনরোড, ধানমন্ডি, শাজাহানপুর, মতিঝিল, ফকিরেরপুলসহ বেশ কয়েকটি এলাকা। ফলে জলাবদ্ধতার ভোগান্তিতে নগরবাসীর নাভিশ্বাস।
মঙ্গলবার (২২ জুন) সকালের মাঝারি বৃষ্টিতে তলিয়ে যায় রাজপথ। নয়াপল্টন, ফকিরেরপুল এবং মতিঝিল এলাকায় দেখা দেয় জলজট-জলবদ্ধতা। বৃষ্টির সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে জনদুর্ভোগ।
ভ্যানে করে খাবার সরবরাহ করেন এমন একজন ক্ষুদ্র ব্যবসায়ী জানান, সকাল থেকে রাস্তায় জলাবদ্ধতার কারণে কাজ বন্ধ রয়েছে তার।
হাঁটু পানি পেরিয়ে সড়ক পারাপার করতে গিয়ে দুর্ভোগে পড়েন কেউ কেউ। কোথাও কোথাও রিকশা উল্টে বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হয়েছে যাত্রী ও চালকদের। সড়কের খানাখন্দ জনসাধারণের ভোগান্তি বাড়িয়েছে কয়েকগুণ।
একজন মোটরসাইকেল আরোহী জানান, একজনকে তিনি পানির নিচে থাকা ম্যানহোলে আকণ্ঠ ডুবে থাকতে দেখেছেন।
জলাবদ্ধ সরু সড়কে সকাল থেকে যানজটের কবলে পড়ে রাজধানীবাসী। এই সুযোগে বিভিন্ন পরিবহনে হাঁকা হচ্ছে বাড়তি ভাড়া।
বর্ষা মৌসুমে রাজধানীতে নিয়মে পরিণত হয়েছে জলজট ও ভোগান্তি।
Leave a reply