ভারতে ‘সবচেয়ে বড়’ ব্রেন টিউমার অপসারণ

|

ভারতের ডাক্তারা এক কেজি ৮০০ শত গ্রাম ওজনের একটি ব্রেইন টিউমার অপাসারণ করেছে। তাদের দাবি মাথা থেকে সফলভাবে অপসারণ করা টিউমারগুলোর মধ্যে এটি সবচেয়ে বড়।

গত ১৪ ফেব্রুয়ারি মুম্বাইয়ের নায়ার হাসপাতালে সাত ঘণ্টা ধরে অস্ত্রপচার চালিয়ে টিউমারটি অপসারণ করা হয়। কিন্তু অস্ত্রপচারের বিষয়টি তখনই জানানো হয়নি; কেননা, ডাক্তাররা নিশ্চিত ছিলেন না অস্ত্রপচারটি সফল হয়েছিল কিনা।

প্রধান শল্যচিকিৎসক ড. ত্রিমুর্তি নাদকর্ণি বলেন, “এ ধরনের অস্ত্রপচার খুব জটিল। তবে সে এখন বিপদমুক্ত, আগের অবস্থায় ফেরা সময়ে ব্যাপার মাত্র।”

বিবিসি জানিয়েছে, উত্তর প্রদেশের বাসিন্দা ৩১ বছর বয়সী সন্তলাল পাল পেশায় একজন দোকানদার। গত তিন বছর যাবত তিনি মাথার ওই টিউমার নিয়ে ভুগছিলেন।

ডাক্তারা জানান, মাথায় টিউমারের কারণে পাল তার দৃষ্টি শক্তি হারিয়েছে। আশা করছি, অস্ত্রপচারের ধকল সামলে উঠলে সে আবার চোখের দৃষ্টি ফিরে পাবে।

সন্তলালের স্ত্রী জানান, উত্তর প্রদেশের তিনটি হাসপাতালে বলেছিল এ টিউমারটি অস্ত্রপচার করা সম্ভব নয়।

যমুনা অনলাইন: এফএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply