জয়পুরহাট প্রতিনিধি:
সাত বছরের জেল খাটার ভয়ে ৩২ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা। অবশেষে গ্রেফতার হলো পুলিশের হাতে সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মতিনের। জয়পুরহাটের কালাইয়ে শিশু অপহরণ মামলায় আদালতে সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল মতিন (৬০) কে ৩২ বছর পর গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
আসামি আব্দুল মতিন কালাই ইটাইল গ্রামের মৃত আব্দুল মালেক মণ্ডলের ছেলে।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক জানান, ১৯৮৯ সালে শিশু অপহরণ মামলায় আব্দুল মতিন ও আরেক আসামি সাকামুদ্দিনকে ৭ বছরের কারাদণ্ড দেয় আদালত। সাকামুদ্দিন ৭ বছরের সাজা ভোগ করে মৃত্যুবরণ করেছে। কিন্তু আরেক আসামি আব্দুল মতিন পলাতক ছিলেন। সোমবার বিকেলে কালাই থানার পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে বগুড়া জেলার শাজাহানপুর থানার জালশুকা এলাকা থেকে গ্রেফতার করে।
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং অনুসন্ধান চালিয়ে পুলিশ তাকে সনাক্ত করেছে।
Leave a reply