করোনাভাইরাসে বিশ্বজুড়ে মোট প্রাণহানি ৩৯ লাখের কাছাকাছি। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও ৮ হাজারের বেশি মানুষ।
দৈনিক মৃত্যু-সংক্রমণের শীর্ষে আবারও ব্রাজিল। মঙ্গলবারও লাতিন দেশটিতে করোনায় মারা গেছেন ২১শ’র মতো মানুষ। শনাক্ত হয়েছে ৮৭ হাজার নতুন সংক্রমণ। এদিন ১১শ’র বেশি মৃত্যুতে ভারতে মোট প্রাণহানি তিন লাখ ৯০ হাজার ছাড়ালো। দেশটিতে আরও ৫৪ হাজার মানুষের শরীরে নতুনভাবে শনাক্ত হলো ভাইরাসটি।
যুক্তরাষ্ট্রে এদিন মৃত্যুবরণ করেন ৩৪১ জন। তবে দৈনিক মৃত্যুহারের দিক থেকে তৃতীয় অবস্থানে ছিলো আর্জেন্টিনা। লাতিন দেশটিতে মঙ্গলবার প্রাণ হারান ৭৯১ জন। কলম্বিয়ায় এ সংখ্যা ৬১৪। আর দিনে ৫৪৬ জনের মৃত্যু দেখলো রাশিয়াও।
এদিকে, ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে তিন লাখ ৬৭ হাজারের বেশি মানুষের দেহে মিলেছে করোনাভাইরাস। মোট শনাক্ত ১৮ কোটি ছুঁইছুঁই।
ইউএইচ/
Leave a reply