আশেপাশের জেলা থেকে বিচ্ছিন্ন ঢাকা

|

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকার আশেপাশের ৭ জেলায় কড়াকড়ি আরোপ করায় রাজধানী এখন কার্যত বিচ্ছিন্ন।

ঢাকার সবগুলো প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর ভেতরে চলাচলে কোনো বাধা না থাকলেও বন্ধ রয়েছে দূর পাল্লার গাড়ি।

গত মঙ্গলবার রাত থেকেই বন্ধ করা হয়েছে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল। তবে বিধি-নিষেধের দ্বিতীয় দিনেও থেমে নেই মানুষ। গাড়ি না পেলেও পায়ে হেঁটে গন্তব্যের দিকে ছুটছেন তারা। বলছেন, হঠাৎ এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন সবাই।

এদিকে, রাজধানী ঢাকাকে সুরক্ষিত রাখতে ৩০ জুন পর্যন্ত চলবে কঠোর এই বিধি-নিষেধ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply