নিষেধাজ্ঞা অমান্য করায় ইরানে সাইবার আক্রমণ যুক্তরাষ্ট্রের

|

নিষেধাজ্ঞা অমান্য করায় ইরানের ৩৬টি ওয়েবসাইটের ডোমেইন জব্দ করলো যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২২ জুন) মার্কিন আইন মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন আইন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আদালতের নির্দেশনায় এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
দীর্ঘদিন ধরেই এই ওয়েবসাইটগুলোর বিরুদ্ধে ভুল তথ্য প্রচার এবং সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলোকে মদদ দেয়ার অভিযোগ করে আসছে ওয়াশিংটন। বিবৃতিতে আরও বলা হয়, ইরানের ইসলামিক রেডিও এবং টেলিভিশন ইউনিয়ন- IRTVU পরিচালনা করে ৩৩টি ডোমেইনের মধ্যে, ইংরেজি ভাষার চ্যানেল প্রেস টিভি এবং আরবি ভাষার আল আলম চ্যানেল অন্যতম। বাকি গুলোর উল্লেখযোগ্য সংখ্যক ডোমেইন নিয়ন্ত্রণ করে খতিব হিজবুল্লাহ। যার তত্ত্বাবধানে পরিচালিত চ্যানেলগুলোর মধ্যে অন্যতম ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পরিচালিত আল মাসিরাহ টিভি চ্যানেল।

অবশ্য, কয়েক ঘণ্টার ব্যবধানেই বিকল্প ডোমেইনের মাধ্যমে পুনরায় কাজ চালানো শুরু করেছে ওয়েবসাইটগুলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply