পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন ইউনিস খান

|

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদ থেকে আকস্মিকভাবে পদত্যাগ করেছেন সাবেক তারকা ব্যাটসম্যান ইউনিস খান। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে উভয় পক্ষের সম্মতিতেই কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ইউনিসকে।

২০২২ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে তার দায়িত্ব পালন করার কথা ছিল ইউনিসের। তবে বিশেষ কারণে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ইস্তফা দিচ্ছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান এ প্রসঙ্গে বলেন, ইউনিসের মতো অভিজ্ঞতা ও মানসম্পন্ন একজন কোচকে হারানো খুবই দুর্ভাগ্যজনক। তবে আলাপ-আলোচনার পর দুই পক্ষই এ সিদ্ধান্তে এসেছে যে, ইউনিস ব্যাটিং কোচের পদ থেকে অব্যাহতি নিলে উভয় পক্ষেরই মঙ্গল।

ইউনিসের অধীনে শেষ কয়েকটা সিরিজে ব্যাটিংয়ে চোখে পড়ার মত উন্নতি হয়েছে পাকিস্তানের ব্যাটসম্যানদের। সাবেক অধিনায়ক কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোয় এখন ব্যাটিং কোচ ছাড়াই ইংল্যান্ড সফরে যেতে হবে পাকিস্তানকে। তবে পিসিবি ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে ইউনিসের বদলি খুঁজে নেওয়ার বিষয়ে আশাবাদী পাকিস্তান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply