স্টাফ রিপোর্টার, নরসিংদী:
নরসিংদীর শিবপুরে ১৬ বছরের এক কিশোরী আত্মহত্যার ঘটনায় এক ব্যবসায়ীকে একদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আজ বুধবার (২৩জুন) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এই তথ্য জানায় নরসিংদী জেলা পুলিশ।
অভিযুক্ত ব্যক্তির নাম ফরিদ মিয়া (৫০)। তিনি পলাশ উপজেলার মৃত আফতাব উদ্দিনের পুত্র ও ফেয়ার প্রাইজ শপের মালিক। তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগ আনা হয়েছে।
এর আগে, গত ১৯ জুন তার নিজ বাড়িতে আত্মহত্যা করে ওই কিশোরী । একই দিনে শিবপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়। এরপর গত মঙ্গলবার (২২জুন) ভুক্তভুগীর পরিবার মামলা করলে আত্মহত্যার প্ররোচনায় ফরিদ মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে বুধবার দুপুরে অভিযুক্তকে আদালতে হাজির করলে তাকে জেল হাজতে প্রেরণ ও একদিনের রিমান্ডের আদেশ দেয়া হয়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) ইনামুল হক সাগর জানান, ভুক্তভুগী কিশোরীর মা জীবিত নেই। বাবাও দূরে থাকেন। তাই নানী নূরজাহান বেগম বাদী হয়ে মামলা করে। আদালত অভিযুক্তের একদিনের রিমান্ড মঞ্জুর করে। পুলিশ এ বিষয়ে কাজ করছে।
Leave a reply