পাবনা প্রতিনিধি:
রাজশাহী বিভাগে করোনা সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সচেতনতা সৃষ্টিতে পাবনায় জেলা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে জনসচেতনতামূলক মাস্ক আপ পাবনা শীর্ষক কর্মসূচি । এসময় জনগনের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এ কর্মসূচীতে পাবনা পুলিশের পক্ষ থেকে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করা হয়। কিছু সময় পরপর সকলকে হাত পরিস্কার রেখে নিজেদেরকে নিরাপদ রাখতে আহবান জানানো হয়।
বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম। এসময় জেলা পুলিশের পাশপাশি পাবনা স্টুডেন্ট এসোসিয়েশনের স্বেচ্ছাসেবকবৃন্দ এতে অংশ নেন। কর্মসূচিতে অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারন সম্পাদক সৈকত আফরোজ আসাদ প্রমূখ অংশ নেন।
Leave a reply