প্রিন্সেস ডায়ানার ভাস্কর্য উন্মোচন ১ জুলাই

|

৬০তম জন্মদিনে বিশেষ সম্মাননা জানানো হবে প্রিন্সেস ডায়ানাকে। কেনসিংটন প্যালেসে উন্মোচন করা হবে পিপলস প্রিন্সেসের প্রতিকৃতি। শিল্পী ইয়ান র‍্যাংক ব্রডলির ডিজাইনে তৈরি হয় এই মেমোরিয়াল।

মূলত যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে ডায়ানার ইতিবাচক প্রভাবকে স্বীকৃতি জানাতেই এ উদ্যোগ। ২০১৭ সালে এর অনুমতি দেন ডায়ানার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি। তবে করোনা মহামারির কারণে সে সময় পিছিয়ে যায় পরিকল্পনা। আগামী ১ জুলাই, প্রিন্সেস অব ওয়েলসের ৬০তম জন্মদিনে সংক্ষিপ্ত পরিসরে হবে আনুষ্ঠানিকতা।

ধারণা করা হচ্ছে, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কেট মিডলটন ও মেগান মার্কেলের মধ্যকার রাজকীয় বরফ এবার গলবে। তারা এক সাথে বেশ কিছু পরিকল্পনা করছেন বলেও শোনা যায়।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ৩১ আগস্ট মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় ডায়ানার। দাতব্য কর্মকান্ডের জন্য আজও বিশ্বব্যাপী সমাদৃত তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply