সমালোচিত হলেন ব্রাজিল-কলম্বিয়া ম্যাচের আর্জেন্টাইন রেফারি

|

এবার সমালোচনার শিকার হলেন ব্রাজিল-কলম্বিয়ার ম্যাচের আর্জেন্টাইন রেফারি নেস্তোর পিতানা। কোপা আমেরিকার গ্রুপ পর্বের ঐ ম্যাচে ৩১টি ফাউল দেন তিনি। ব্রাজিল ও কলম্বিয়ার ম্যাচে ৩১টি ফাউলের মধ্যে ব্রাজিল করে ১৫ টি আর কলম্বিয়া করে ১৬টি।

কিন্তু এত ফাউলের ম্যাচে রেফারি হলুদ কার্ড বের করেছেন মাত্র ৭ বার। এর মধ্যে ব্রাজিলের তিন এবং কলম্বিয়ার চার ফুটবলার হলুদ কার্ড দেখেছেন। আরও কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েই সমালোচনার মুখে পড়েছেন আর্জেন্টাইন রেফারি নেস্তর পিতানা।

ম্যাচের ৭৮ মিনিটে কলম্বিয়ার ডি-বক্সের ১০ মিটার দূরে নেইমারের পাস গিয়ে রেফারির গায়ে লাগে এবং ফিরে আসা বলে করা ক্রস পরিণত হয় ব্রাজিলের সমতাসূচক গোলে। ম্যাচ শেষে রেফারির সমালোচনা করেন কলম্বিয়ার কুয়াদ্রাদো।

উল্লেখ্য, এর আগে ২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দু’দলের ম্যাচে হয়েছিল ৫৪টি ফাউল, যা ছিল বিশ্বকাপের রেকর্ড।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply