বিবর্তন প্রক্রিয়ায় পাল্টে যেতে পারে মানুষের আত্মীয়ের নাম

|

বিবর্তন প্রক্রিয়ায় মানুষের নিকটতম আত্মীয় হিসেবে পাল্টে যেতে পারে নিয়েনডার্থালের নাম। তেমনটিই বলছে বিজ্ঞানীদের সাম্প্রতিক এক আবিষ্কার।

চীনের উত্তর পূর্বাঞ্চলে এক প্রাণীর মাথার খুলি খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। গবেষণার পর তারা বলছেন, এটি মানুষের বিবর্তনের সময় প্রাচীন কোনো প্রজাতির মাথা। এই মানব প্রজাতির নাম দেয়া হয়েছে হোমো লোঙ্গি। স্থানীয় ভাষায় এটি পরিচিতি পেয়েছে ড্রাগন ম্যান হিসেবে।

১৯৩০ সালে হারবিনে খুঁজে পাওয়া যায় এটি। তবে সম্প্রতি এটি নিয়ে বড় পরিসরে শুরু হয় গবেষণা। জানা যায়, খুলিটি প্রায় দেড় লাখ বছরের পুরোনা। বিজ্ঞানীদের অনুমান খুলিটি ৫০ বছর বয়সী কোনো পুরুষের।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply