গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। রোববার (২৭জুন) সকাল সাতটার দিকে গাজীপুরের কোনাবাড়ী থানাধীন আমবাগ মিতালী ক্লাব এলাকায় শেখ মিজানের গোডাউনে আগুন লাগে। তাৎক্ষণিক আশপাশে আরো ১০ থেকে ১২ টি গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের গাজীপুরের ৩টি ও কাশিমপুর ডিবিএল এর ১টি সহ মোট ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন লাগার ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
Leave a reply