মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে চাঁদার টাকা না পেয়ে আবির (১১) নামের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে অপহরণকারীরা। শনিবার (২৬ জুন) দিবাগত মধ্যরাতে মিনাপাড়া-মানিকদিয়া মাঠের একটি পাট ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত ষোলটাকা ইউনিয়ন পরিষদের সদস্য নুহুনবীর ছেলে হামিম ও তার সহযোগী মুজাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
নিহতের পরিবার ও গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, শনিবার (২৬ জুন) বিকাল থেকে আবিরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় আবিরের কাছে থাকা তার মায়ের মোবাইল ফোন থেকে অপহরণকারীরা আবিরের পিতা মালয়েশিয়া প্রবাসী আসাদুল হকের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে হত্যার হুমকি দেয়। অপহরণকারীদের ফোন কল পেয়ে মালয়েশিয়া প্রবাসী আসাদুল হক তার পরিবারের সদস্যদের জানালে তখন স্বজনদের সাথে নিয়ে আবিরের সন্ধানে নামে গ্রামের লোকজন। গ্রামবাসীর সহায়তায় গ্রেফতার করা হয় অপহরকারী হামিম ও মুজাহিদকে। পরে তাদের কাছ থেকে তথ্য পেয়ে পেয়ে মরদেহ উদ্ধার করা হয়।
Leave a reply