সারাদেশে শুরু হয়েছে লকডাউন

|

রাজধানী ঢাকাসহ সারাদেশে চলছে তিনদিনের লকডাউন। আগামী ১ জুলাই থেকে সরকার ঘোষিত কঠোর লকডাউনের আগে এই লকডাউনকে দেখা হচ্ছে প্রস্তুতি হিসেবে।

সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সবগুলো মোড় ও চেকপোস্টে সতর্ক ও তৎপর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাস্তায় বের হয়নি কোনো গণপরিবহন। তবে চলছে রিকশা এবং সিএনজি-অটোরিকশা।

এর আগে রোববার (২৭ জুন) সরকারি এক প্রজ্ঞাপনে বলা হয়, করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগামীকাল সোমবার থেকে ১ জুলাই পর্যন্ত সকল ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। তবে পণ্যবাহী পরিবহন ও রিকশা চলাচল করতে পারবে।

প্রজ্ঞাপনে বলা হয়, সকল শপিংমল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে। তবে খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার ডেলিভারি দিতে পারবে। সরকারি-বেসরকারি অফিস বা প্রতিষ্ঠানসমূহে শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদের আনা-নেওয়া করতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply