ফিলিপিন্সের গৃহকর্মী জোয়ানা ডেমাফেলিসকে হত্যার সন্দেহে ইন্টারপোলের সহায়তায় নাদির নেসারকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তার স্ত্রীকেও খুঁজছে পুলিশের এই আন্তর্জাতিক সংস্থাটি।
সপ্তাহব্যাপী পরিচালিত বিশেষ অভিযানে ২৯ বছর বয়সী গৃহকর্মী জোয়ানার সন্ধান তার মালিকের অ্যাপার্টমেন্টে থাকা ফ্রিজে পেয়েছিল পুলিশ। এক বছর ধরে ওই গৃহকর্মী লাপাত্তা ছিল।
ফিলিপিন্সের পররাষ্ট্র বিভাগ এক বিবৃতিতে শুক্রবার জানিয়েছে, খুনের সন্দেহে গৃহকর্মী জোয়ানার মালিক নাদির নেসারকে তার দেশ লেবানন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এতে আরও বলা হয়, একই সন্দেহে নাদিরের সিরীয় স্ত্রী মোনাকে খোঁজা হচ্ছে। পুলিশের সন্দেহ সে সিরিয়াতেই আছে।
এই ঘটনায় ভীষণ ক্ষুব্ধ ফিলিপিন্স, এবং দেশটি তার নাগরিকদের কুয়েতে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
তবে সন্দেভাজন খুনিকে গ্রেপ্তারের ঘটনাকে স্বাগত জানিয়েছে ফিলিপিন্সের বিদেশ সচিব অ্যালান পিটার। তিনি বলেন, “জোয়ানার জন্য ন্যায়বিচার বিচার নিশ্চিতে এটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ।”
যমুনা অনলাইন: এফএইচ
Leave a reply