নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১

|

নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের চাষাড়ায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন। সোমবার রাতে চাষাড়া রেলস্টেশনে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কিশোর মাদক ব্যবসায়ী মিলন ও সোহাগ মধ্যে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছে। এরই জের ধরে দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। এতে আহত হয় ৪ জন। হাসপাতালে নেয়া হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। নিহতের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। সহিংসতায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে আহতদের মধ্যে জুয়েল (৩২) ও সোহাগ (১৮) হাফিজুলকে (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোহাগের অবস্থা আশংকাজনক।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) রাকিবুজ্জামান জানান, শুনেছি মাদক ব্যবসা নিয়ে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং একজন মারা গেছে। তবে কি কারণে এই সংঘর্ষ ও হত্যার ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, সংঘর্ষ ও হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply