পদত্যাগ করলেন সুইডেনের প্রধানমন্ত্রী

|

পার্লামেন্টে আস্থা ভোটে পরাজিত হয়ে পদত্যাগ করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লফভেন। সিএনএন এর বরাতে জানানো হয়েছে, সোমবার (২৮ জুন) তিনি দেশটির স্পিকারের কাছে তার পদত্যাগপত্র জমা দেন।

গত ২১ জুন নবনির্মিত অ্যাপার্টমেন্টের ভাড়া নিয়ন্ত্রণের বিষয়ে বিতর্কিত একটি পরিকল্পনার জন্য অনুষ্ঠিত আস্থা ভোট হেরে যান সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি মনোনীত প্রধানমন্ত্রী স্টেফান লফভেন। ৭ বছর ক্ষমতায় থাকার পর সোমবার (২৮ জুন) পদত্যাগ করেন তিনি। লফভেন পদত্যাগ করার পর এখন দেশটির পার্লামেন্টের স্পিকার প্রধানমন্ত্রী পদে নতুন কাউকে নিয়োগ দেবেন।

সুইডেনের ইতিহাসে লফভেনই প্রথম প্রধানমন্ত্রী যিনি আস্থা ভোটে পরাজিত হলেন। মূলত দেশটির বামপন্থী দল লফভেনের উপর থেকে সমর্থন সরিয়ে নেয়াই তার পরাজয়ের কারণ। রেন্টাল মার্কেট থেকে নিয়ন্ত্রণ হারালে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে এবং ধনী-দরিদ্রের মাঝে ব্যাপক বৈষম্য সৃষ্টির সম্ভাবনা থেকেই বামপন্থী দলটি এই ইস্যুতে লফভেনকে সমর্থণ জানাননি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply