বীর উত্তম বদিউল আলম আর নেই

|

করোনা আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বীর উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম।

সোমবার (২৮ জুন) দুপুর দেড়টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বদিউল আলম গোবিন্দগঞ্জের হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হলে ফ্রান্স থেকে এসে মুক্তিযুদ্ধে যোগ দেন। যুদ্ধকালীন সময় আরও সাতজনকে সঙ্গে নিয়ে গড়ে তোলের প্রথম নৌ-কমান্ড। যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাবপ্রাপ্ত হন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply