বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড জিতলো ওভাই

|

‘ওভাই সেবা’ সার্ভিসের জন্য ‘বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড-২০২০’ পেয়েছে দেশীয় রাইড শেয়ারিং স্টার্ট আপ ওভাই।

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ‘ওভাই’র চিফ অপারেটিং অফিসার কাজী ওমর ফেরদৌসের হাতে এ পুরস্কার তুলে দেন।

ওমর ফেরদৌস বলেন, মহামারিকালে লকডাউন কার্যকর হওয়ার পরপরই হাসপাতালের সেবাকর্মীদের যাতায়াত সহায়তার জন্য ওভাই সেবা কার্যক্রম চালু করা হয়েছিল। এ কাজকে স্বীকৃতি প্রদান করায় বেসিসের প্রতি কৃতজ্ঞ।

ওভাইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সেবায় চালকদের জন্য মাস্ক, টিস্যু, হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস, পিপিই ও জীবাণুনাশক দেওয়া হয়েছিল। এছাড়া যাত্রীদের জন্য নিরাপত্তা নিয়মাবলী ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করে প্রতিষ্ঠানটি। রাইডে বাড়তি সুরক্ষার জন্য যানবাহনে প্লেক্সিগ্লাস স্থাপন করে ওভাই।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply