অফিস খোলা রেখে গণপরিবহণ বন্ধ, ভোগান্তির নতুন মাত্রা

|

লকডাউনের দ্বিতীয় দিনে চরম ভোগান্তিতে রাজধানীবাসী। কর্মক্ষেত্র খোলা রেখে গণপরিবহণ বন্ধ রাখায় এই ভোগান্তিতে যুক্ত হয়েছে নতুন মাত্রা।

মঙ্গলবার (২৯ জুন) অসংখ্য মানুষকে পায়ে হেটে গন্তব্যের দিকে যেতে দেখা গেছে। লকডাউনের নতুন নির্দেশনায় শুধু রিক্সা চলার কথা বলা হলেও প্রাইভেটকার আটকানোর বিষয়ে প্রশাসনের কোনো তৎপরতা লক্ষ করা যায়নি। ফলে সন্ধ্যা পর্যন্ত রাস্তায় দেখা গেছে প্রাইভেট কারের আধিক্য। এমনকি কোনো কোনো রাস্তায় দীর্ঘ সময়ের যানজটও দেখা গেছে।

এছাড়া অনেক প্রাইভেটকারকে চুক্তির বিনিময়ে যাত্রী তুলতেও দেখা গেছে।

রিকশা ও সিএনজিতে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও করছেন অনেকে। অফিস খোলা রেখে গণপরিবহন বন্ধ করায় তীব্র ক্ষোভ জানিয়েছেন সাধারণ মাুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply