অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলার আসামি টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের নামে থাকা বিপুল পরিমাণ সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
দুপুরে এ সংক্রান্ত মামলার শুনানি শেষে চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ শেখ আশফাকুর রহমান এ আদেশ দেন। এর মধ্যে চট্টগ্রামে ওসি প্রদীপ ও তার স্ত্রীর নামে বহুতল ভবন, জমি ও ২টি গাড়ি রয়েছে। কক্সবাজারে রয়েছে ফ্ল্যাট, প্লট ও জমি। এসব রক্ষণাবেক্ষণে জিম্মাদার নিয়োগের জন্য চট্টগ্রাম ও কক্সবাজার জেলা প্রশাসককে নির্দেশ দেন আদালত।
জ্ঞাত আয় বহির্ভূত ৩ কোটি ৯৫ লাখ টাকার সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে গত বছর ২৩ আগস্ট ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে মামলা করে দুদক। পরে আদালত অবৈধ এসব সম্পত্তি জব্দের নির্দেশ দেন।
Leave a reply